পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ২১ এপ্রিল, ২০২৪

পেকুয়ায় দুই শিক্ষার্থীসহ ৫ জনকে কুপিয়ে জখম

কক্সবাজারের পেকুয়ায় শিলখালীর জারুলবুনিয়া সেগুনবাগিচা দুর্গম পাহাড়ী এলাকায় দুই শিক্ষার্থীসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একজনকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় মনু সওদাগর জানান, ওই দিন রাতে পূর্ব শত্রুতার জের ধরে কলেজছাত্র আবদুর রহমান বাবু ও প্রতিবেশী রিদুওয়ান প্রকাশ মনিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরে রিদুওয়ান প্রকাশ মনিয়ার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের দুবৃর্ত্তরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে নুরুল আলম ও কলেজছাত্র বাবুর বাড়িতে হানা দেয়। এ সময় তারা বাবু, তার বোন স্কুল ছাত্রী শাকিলা আক্তার ও বাবুর মা শামসুন্নাহারকে এলোপাতাড়ি হামলা চালায়।

জকির আলমের স্ত্রী ছালেহা বেগম জানান, আমি ও আমার ননদ পারভীনকে পিটিয়ে আহত করেছে।

নুরুল আলমের মেয়ে খোরশিদা জানান, হামলার পর বাবাকে হাসপাতালে নিতে বাধা দিয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close