উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২৪

ফুলজোড় নদীপাড়ে ভাঙন আতঙ্কে অনেক পরিবার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটের কাছাকাছিতে ফুলজোড় নদীতে ভাঙ্গন শুরু হয়েছে। নদী পাড়ের প্রায় ৩০০ ফুট জায়গার ভাঙ্গনের সঙ্গে জমিও বিলীনের পথে। এ অবস্থায় নদী পাড়ের বসতি পরিবারগুলোর মাঝে আতংক

দেখা দিয়েছে। শুকনো মৌসুমে নদী ভাঙ্গন বেশ কয়েকদিন আগে শুরু হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাঙ্গন জায়গায় নদীর পানি স্রোতে ঘুরপাক খাচ্ছে। সেখানে নদী পাড়ের জমি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। নদী পাড়ের জমি বড় ছোটো ধরণের বহু ফাটল ধরেছে।

নদী পাড়ের বসতি রঞ্জু মিয়া ও আরো কয়েকজন জানান, এরই মধ্যে ভাঙনে বেশ কিছু পরিমাণ জমি নদীতে বিলীন হয়ে গেছে। বিভিন্ন সবজীর ফসলের আবাদ করা হয়েছিলো। নদী ভাঙ্গন এলাকার কাছাকাছি গোটা চারেক পরিবারের বসতভিটে আছে। সব মিলিয়ে পরিবারগুলো বেশ ক্ষতির আতংক রয়েছে।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, নদী ভাঙ্গন বিষয়ে তার কিছু জানা নেই। তিনি সরেজমিনে দেখবেন এবং ইউএনও কে বিষয়টি জানাবেন বলে জানান।

এদিকে উল্লাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা জানান, তিনি সরেজমিনে গিয়ে ভাঙ্গনের বিষয়টি পর্যবেক্ষন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close