বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২৪

অবৈধভাবে মাটি কাটায় ১৫ জনকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১৫ জনকে শ্রমিককে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে। গত শুক্রবার বিকেলের দিকে উপজেলার জাম্বিয়া খাতুন মাদরাসা ও কাশিগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার জাম্বিয়া খাতুন মাদরাসা ও কাশিগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটা অবস্থায় ৩ টি ট্রলারসহ ১৫ জনকে আটক করে

করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা রহমান তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা রহমান বলেন, নদীর তীর থেকে মাটিকাটার অপরাধে ১৫ জন শ্রমিককে ৫০ হাজার টাকা করে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তা করেন বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close