বগুড়া প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০২৪

ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়া শহরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ইজিবাইক চালক ছেলে ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালের দিকে শহরের সাতমাথায় এ ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হয়েছেন বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ী গ্রামের সাইদুল ইসলাম প্রামাণিক এবং তার ছেলে ইজিবাইক চালক রিমন প্রামানিক ওরফে ইমন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ট্রাফিক পুলিশের কনস্টেবল মিলন শহরের সাতমাথা এলাকায় এলজি শো-রুমের সামনে রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এ সময় চালক রিমন রাস্তায় দাঁড় করিয়ে ইজিবাইকে যাত্রী উঠাচ্ছিল। ট্রাফিক কনস্টেবল মিলন ইজিবাইক সরিয়ে নিতে বললে চালক রিমন উত্তেজিত হয়ে তার সঙ্গে বাক-বিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে মিলনকে এলোপাথারী কিলঘুষি ও লাত্থি মারে। এ ঘটনায় লোকজনের সহযোগিতায় রিমন ও তার বাবাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরে গ্রেপ্তার দেখিয়ে দুই আসামি বাবা-ছেলেকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close