নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৯ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের ৪টিতে নৌকার জয়

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে ৪টি তে আওয়ামী লীগের প্রার্থী ও ১টিতে জাতীয় পার্টির প্রার্থী জয় লাভ করেছে। গত রবিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ-১ আসনে এক লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহার ভূঁইয়া কেতলি প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। তৃনমূল বিএনপি তৈমূর আলম খন্দকার সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৯০ ভোট।

নারায়ণগঞ্জ-২ আসনে ১ লাখ ৪৮ হাজার ২৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পাটির আলমগীর সিকদার লোটন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৫৬ ভোট।

নারায়ণগঞ্জ-৩ আসনে ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন নৌকা প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। তার নিকটতম প্রতিদ্বন্ধি লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতিক পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট পান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এইচএম মাসুদ দুলালের ঈগল প্রতিক পেয়েছে ২১৪ ভোট, বিএনএম ওয়ালিউল রহমান খাঁন নোঙ্গল পেয়েছেন ২৬৬ ভোট, নারায়ণদাস বিকল্পধারা কুলা প্রতিক পেয়েছেন ১৯১ ভোট, বাংলাদেশ সুপ্রিমপার্টির আসলাম একতারা প্রতীকে পেয়েছেন ৭২৫ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আরিফ পেয়েছেন ১৩৬ ভোট ও তরিকত ফেডারেশনের মুজিবুর রহমান মানিক ফুলের মালা পেয়েছেন ২৮৯ ভোট।

নারায়ণগঞ্জ-৪ আসনে ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন নৌকা প্রার্থী শামীম ওসমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকের পার্টির মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল প্রতীকে ৭ হাজার ২৬৯ ভোট পেয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ এ ১ লাখ ৫২ হাজার ২৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী ফ্রন্টেন চেয়ার প্রতীকের একরামুল হক ৩ হাজার ৭৩৩ ভোট পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close