বান্দরবান প্রতিনিধি
প্রবারণায় পাহাড়ে আনন্দের সাড়া
প্রবারণা পূর্ণিমার এ উৎসবকে ঘিরে এখন আনন্দে ভাসছে বান্দরবান। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে সেখানে শুরু হয়েছে আনন্দ-উদ্দীপনা। আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বান্দরবানে পালিত হবে প্রবারণা পূর্ণিমার অন্যতম উৎসব ‘ওয়াগ্যোয়ে পোয়ে’।
এ উৎসবের অন্যতম আকর্ষণই হলো পাহাড়ি তরুণ-তরুণীদের দল বেঁধে রথ টেনে নিয়ে যাওয়া। এ ছাড়া দল বেঁধে পাড়ায় পাড়ায় পিঠা তৈরির মেলা। অন্যদিকে চলছে রঙিন রথ তৈরির আয়োজন।
এ ছাড়া ধুয়েমুছে পরিষ্কার করা হচ্ছে বৌদ্ধ মন্দিরগুলো। তরুণ-তরুণীরা বাজার থেকে কিনে আনছেন নতুন জামা। আগামীকাল শুক্রবার বান্দরবান শহরের উজানীপাড়া, মধ্যমপাড়া, জাতিপাড়া ও রাজারমাঠ এলাকায় এই রথযাত্রা হবে।
অন্যদিকে পাড়ায়-পাড়ায় চলবে পিঠা তৈরির আয়োজন ও আকাশে ফানুস ওড়ানোর প্রতিযোগিতা। তবে এবার প্রবারণা পূর্ণিমায় উৎসব সীমিত করার যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
"