ক্রীড়া প্রতিবেদক
যেখানেই যাই, দেশে ফিরছি না : সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। মিরপুর টেস্ট খেলতে দুবাইও চলে এসেছিলেন। আজ শুক্রবার সন্ধ্যার ফ্লাইটে বাংলাদেশের দিকে উড়াল দেওয়ার কথা। কিন্তু এখন সাকিব অনেকটাই মেনে নিয়েছেন তার আর দেশে ফেরা হচ্ছে না। নিরাপত্তা ঝুঁকিতে প্রথমে দেশে ফেরা নিয়ে শঙ্কায় থাকলেও পরে অন্তর্বর্তী সরকারের আশ্বাস পেয়ে দেশের উদ্দেশে রওনা দিচ্ছিলেন সাকিব।
গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর এই প্রথম দেশে ফিরতেন তিনি। কিন্তু গতকাল রাতে হঠাৎ তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা ছড়িয়ে পড়েছে। এখন যা পরিস্থিতি, খুব নাটকীয়ভাবে পরিস্থিতি না বদলালে মিরপুরে আর বিদায়ি টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হবে তাকে। পরশু রাতে খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব। গণমাধ্যমকে সাকিব জানান, ‘যেখানেই যাই, দেশে ফিরছি না। দেশে ফেরার কথা ছিল, কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই।’ ‘হয়তো’ শব্দটি দেশে ফেরার সম্ভাবনার কথা বললেও পরের কথাতেই অবস্থা পরিষ্কার হয়ে যায়, ‘এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।’
আরেকটি সংবাদমাধ্যমে সাকিব বলেন, এখন সম্ভবত আর ঢাকায় ফেরা হচ্ছে না তার এবং বিসিবিও তাকে নতুন কোনো তথ্য জানায়নি। আর সাকিবকে ঢাকায় ফিরতে নিষেধ কে করেছে, এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘সবাই, আমার নিরাপত্তার জন্যই এটা বলেছে।’ সাকিবের এ সিদ্ধান্তের বিষয়ে আইসিসির মিটিংয়ের জন্য দুবাইয়ে অবস্থানরত বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী একই সংবাদমাধ্যমকে বলেন, তিনি এখনো বিস্তারিত জানেন না। খোঁজখবর নিয়ে জানাবেন। গত মাসে কানপুর টেস্ট শুরুর আগে নিজের অবসরের দিনক্ষণ ঠিক করে দিয়ে সাকিব বলেছিলেন ঘরের মাঠেই ক্যারিয়ার শেষ করতে চান। তবে শর্ত দিয়েছিলেন সাকিব, দেশে ফিরলে অহেতুক হেনস্তা যেন করা না হয়।
প্রথমে বোর্ড থেকে তার নিরাপত্তার কোনো দায় না নেওয়া হলেও অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা জানান দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কিছু যেন না হয় সেটা নিশ্চিত করা হবে। এরপর সাকিব ফেসবুকে এক পোস্ট দিয়ে নীরবতার জন্য ক্ষমা চান। এরপর টেস্ট দলে তার অন্তর্ভুক্তিতে মনে হয়েছিল নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা পেয়েই দেশে ফিরছেন তিনি। ইউএনবির প্রতিবেদনে বলা হয়, বিসিবি সূত্র জানিয়েছিল গতকাল ঢাকায় পৌঁছানোর কথা তার। কিন্তু পরশু সাকিবের দেশে ফেরা নিয়ে ক্ষুব্ধ কিছু সমর্থকদের অবস্থান নেওয়া, কুশপুত্তলিকা পোড়ানোয় তার ফেরা নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। ইউএনবি জানিয়েছে, একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মানুষের ক্ষোভ দেখে নিরাপত্তার কথা চিন্তা করে সাকিবকে ঢাকায় না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
"