ক্রীড়া প্রতিবেদক

  ২৪ মার্চ, ২০২৪

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ৫ আম্পায়ার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার বাংলাদেশি নারী আম্পায়ার। এছাড়া এক বাংলাদেশি নারীকে ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি হিসেবে যুক্ত করা হয়েছে। ডেভেলপমেন্ট আম্পায়ার প্যানেলে যুক্ত হওয়ার তালিকায় রয়েছেন সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা। ম্যাচ রেফারি হিসেবে যুক্ত করা হচ্ছে সুপ্রিয়া রানী দাসকে। গতকাল আইসিসি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, প্রয়োজনীয় তথ্যাদি পর্যালোচনা করে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার ও চম্পা চাকমাকে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে নিযুক্ত করা হবে। একই বার্তায় সুপ্রিয়া রানী দাসকে আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং আইসিসির অনলাইন রেকর্ডে আপডেট করা হবে বলে জানানো হয়েছে। পুরুষ ও নারী আম্পায়ারদের মানোন্নয়নে আইসিসির সঙ্গে যুক্ত হয়ে নানা পদক্ষেপ নিয়েছে বিসিবির আম্পায়ার্স কমিটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close