ক্রীড়া প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০২৪

মাঠে নামতে তর সইছে না রোসের

চলতি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন অ্যালেক্স রোস। প্লে অফে তার দল জায়গা করে নিতে না পারায় অস্ট্রেলিয়ার এ ক্রিকেটার বাংলাদেশে এসেছেন বিপিএল মাতাতে। চলতি বিপিএলে তাকে দলে টেনেছে দুর্দান্ত ঢাকা।

গত শনিবার বিপিএল খেলতে ঢাকায় এসেছেন ডানহাতি এ মিডল অর্ডার ব্যাটার। গতকাল দলের সঙ্গে করেছেন অনুশীলনও। এখন অপেক্ষা কেবল মাঠে নামার। তবে সেই তর সইছে না এ অজি ক্রিকেটারের। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন এমনটা।

‘খুবই রোমাঞ্চিত (বাংলাদেশে এসে)। সবকিছু খুব দ্রুত হয়ে গেল। আমি টিভিতে বিপিএল দেখেছি কিছুটা। প্রথম ম্যাচটা ফ্লাইটে বসে দেখেছি। ছেলেরা খুব ভালো খেলেছে। আমি দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।’

সর্বশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে খেলেছেন রোস। বাংলাদেশ আর শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই রকম। তাই এলপিএল খেলার অভিজ্ঞতাই কাজে লাগাতে চান তিনি। অনুশীলনে নাকি দুই দেশের উইকেটের অনেক মিল খুঁজে পেয়েছেন এ ডানহাতি ব্যাটার। বলেছেন, ‘কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে নেটে লম্বা সময় ব্যাটিং করেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছি গত বছর। ওইখানে অর্জন করা অভিজ্ঞতা এখানে কাজে দেবে। অনুশীলন উইকেটেও অনেক মিল। আমি দলের খেলোয়াড়দের কাছ থেকে শুনেছি, ম্যাচের উইকেট কিছুটা ভালো।’

চলতি বিগ ব্যাশে স্পিন সহায়ক উইকেটে বেশ কিছু ম্যাচ খেলতে হয়েছে রোসকে। সেখান থেকে নেওয়া কিছু অভিজ্ঞতা কাজে লাগাতে চান রস। তিনি বলেন, ‘আমরা এবার বিগ ব্যাশে কিছু ম্যাচে বাজে উইকেট পেয়েছি। কিছুটা অভিজ্ঞতা হয়েছে স্পিন করা বলের বিপক্ষে খেলে, উইকেটও মন্থর ছিল। তবে টিভিতে যা দেখলাম, তার সঙ্গে সব সময় মিলবে না। আমি শুধু এখানে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close