ক্রীড়া প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০২৪

নতুন শুরুর অপেক্ষায় যুবারা

শেষবারের যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এবার যুব বিশ্বকাপে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচ ভুলে এ ম্যাচে নতুন সূচনা চান বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

সাউথ আফ্রিকায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি, প্রতিপক্ষ ভারত। এ ম্যাচ জিতেই আসর শুরু করতে চান রাব্বি। মাঠে নামার আগের দিন দেশবাসীর কাছে দোয়া চাইলেন তিনি।

রাব্বি বলেন, ‘আমরা তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। তিনটা ম্যাচই আমাদের ভালো হয়েছে। আজ শনিবার ভারতের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এশিয়া কাপ নিয়ে আমরা ভাবছি না।’ ‘এশিয়া কাপ আরো আগেই চলে গেছে। আমার মনেও নেই কবে চ্যাম্পিয়ন হয়েছি। গত ম্যাচ নিয়ে ভাবছি না। পরের ম্যাচটি নিয়ে ভাবছি। বিশ্বকাপে আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’ ২০১৯ সালে এই সাউথ আফ্রিকাতেই যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এই দলটার সাম্প্রতিক পারফরম্যান্সও আশা জোগাচ্ছে। যুব এশিয়া কাপ জয়ী ১৫ জনের দলটাই যাচ্ছে সাউথ আফ্রিকায়। স্বপ্নের সোনালি বিশ্বকাপটাই লক্ষ্য তাদের।

ভারত ছাড়াও গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। এই দুটো দলকেও হালকাভাবে নিচ্ছেন না রাব্বি। আসরে যত কম ভুল করা যায়, ততই মঙ্গল বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক।

রাব্বি আরো বলেন, ‘আমাদের গ্রুপে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রও আছে। ওরাও ভালো দল। এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে। আমরা ওদের সমীহ করছি। যত কম ভুল করে টুর্নামেন্টে এগিয়ে যাওয়া যায় আরকি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close