বিপুল বড়ুয়া

  ১৯ অক্টোবর, ২০২৪

বারো ভূত

বারো ভূত তেরোজন

খেতে গিয়ে চটকে

কারা দেয় মেসেজটা

হাই-হ্যালো ডটকে।

কাণ্ড কি ঘটছে

কেউ জানো সত্যি

মচ্ছব ভূতদের

আছে সর্ব তথ্যি।

দেখো কি না হচ্ছে

চুপ চুপ থাকগে

খুব খান ভালো আছি

বলছি কি আজ্ঞে।

বারো ভূত তেরোজন

চটকিয়ে খাচ্ছে

টিভি-ডিবি এ খবর

শুনে বেশ নাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close