মজনু মিয়া

  ০৬ জানুয়ারি, ২০২৪

শীত

শীত আসলে পর শীতের মজা খুঁজে কিছু লোক

আনন্দ-উল্লাসে তারা করে উপভোগ।

কিছু লোকের করুণ দশা খোঁজ লয় না কেউ

গভীর জলে দুঃখ আছে আছে ব্যথার ঢেউ!

কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমাও সুখে খাট

কিছু মানুষ পায় না খুঁজে থাকার রাস্তাঘাট!

দেখতে পাবে রেললাইনের পাশ স্টেশনে যাও

কারো নাই থাকার জায়গা আর কারো বাপ নাই মাও!

কেউ বা কাঁদে শীতের জ্বালায় কারো অন্ন নাই

শীতের কঠিন থাবায় কেউ কেউ হচ্ছে খাবি খাই!

কেউ কেউ আবার পিঠাণ্ডপায়েস খাচ্ছে মজায় আহ্

দুঃখীর দুঃখ দেখেও তারা দেখছে না যেন্ বাহ্!

মানুষ হয়ে মানবতার বিচার করে আয়

কখন যে কার ডাক আসবে আর নিতে হয় বিদায়!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close