নিজস্ব প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০২৪

ফলোআপ

ন্যাম ভবনের ফ্ল্যাট ছাড়লেন রুমিন ফারহানা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ থেকে সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদের ফ্ল্যাট ও অফিস ছেড়ে দিয়েছেন। ২০১৯ সালের ২৮ মে সংসদে যোগ দিয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। বার বার নোটিস দিলেও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট ও শেরেবাংলা নগর সদস্য ভবনের অফিস ছাড়ছিলেন না। দৈনিক প্রতিদিনের সংবাদে এ বিষয়ে গত ১৪ জানুয়ারি রুমিন ফারহানার দখলে সংসদেও ফ্ল্যাট শীর্ষক প্রতিবেদন প্রকাশ পায়। এই প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে রুমিন ফারহানার টনক নড়ে। এরপর গত ১৬ জানুয়ারি দুপুরে তার দখলে রাখা অফিস ও বাসার মালমাল সরিয়ে নেন তিনি। সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুর রহমান প্রতিদিনের সংবাদকে বলেন, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য হিসেবে সব সুযোগ-সুবিধা ভোগ করছিলেন। পদত্যাগের পর গতকাল তার লোকজন এসে বকেয়া পরিশোধ করে ফ্ল্যাট ও অফিসের চাবি বুঝিয়ে দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close