বিনোদন প্রতিবেদক
অমির নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’
‘হোটেল রিলাক্স’ ও ‘অসময়’ বানিয়ে ওটিটি প্ল্যাটফরমে সাড়া ফেলেছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। এ দুটি কনটেন্টের সাফল্যে ফের ওটিটিতে কাজ করতে যাচ্ছেন তিনি। তার নতুন ওয়েব ফিল্মের নাম ‘হাউ সুইট’। এটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফরম বঙ্গ।
গত বুধবার রাতে রাজধানীর একটি তারকা হোটেলে ছিল অমির নতুন ওয়েব সিনেমা ‘হাউ সুইট’ নিয়ে সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত হয়েছিলেন অমি, অপূর্ব, ফারিণ ও পাভেলরা। সে সময় অমি জানান, অনেক দিন আগে অপূর্বকে নিয়ে তিনি বানিয়েছিলেন ‘হঠাৎ দেখা’ নামের এক নাটক। আবারও তাকে নিয়ে কাজের সুযোগ হচ্ছে।
তার মতে, রোমান্স নিয়ে যখনই কিছু ভাবি, চোখ বন্ধ করলে আমার সামনে যে নামটা আসে, তিনি হচ্ছেন অপূর্ব ভাই। অনেক বছর আগে তার সঙ্গে বেশ কিছু কাজ করেছিলাম। সেগুলোর মধ্যে আমাদের দুজনারই পছন্দের একটা কাজ ‘হঠাৎ দেখা’। হঠাৎ দেখার অনেক বছর পর আবারও অপূর্ব ভাইয়ের সঙ্গে আমার কাজ করা হবে।
এর আগেও ফারিণকে নিয়ে কাজ করেছেন অমি। সংবাদ সম্মেলনে তিনি জানান, এক রকম তার কাজের মাধ্যমেই ফারিণের যাত্রা শুরু। নিজের ‘অসময়ের গল্প’ ফিল্মের নায়িকা ফারিণ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার সঙ্গে আমার বেশ কিছু কাজ করা হয়েছে। লাস্ট “অসময়” আমাদের সুসময় এনে দিয়েছিল। আশা করি “হাউ সুইট” আমাদের নতুন করে কিছু সুইট উপহার দেবে।’
নভেম্বর মাসে শুরু হবে ‘হাউ সুইট’ ছবির কাজ। ঢাকা, বরিশাল এবং দেশের ভেতরকার কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে ছবির শুটিং হবে। সিনেমায় থাকবে একটি রোমান্টিক ও একটি আইটেম গান। ফারিণ নয়, আইটেম গানে দেখা যাবে অতিথি শিল্পীকে। নির্মাতাদের বিশ্বাস, ওই গান ছবিটিকে আরো আকর্ষণীয় করে তুলবে।
শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, অমির বেশ কিছু একক নাটকও দর্শকপ্রীতি কুড়িয়েছে। অমির প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’, ওয়েব ফিল্ম ‘অসময়’ আলোচিত হয়েছিল।
"