বিনোদন প্রতিবেদক

  ১৭ অক্টোবর, ২০২৪

‘বাবা বেঁচে থাকলে পূজা আরো আনন্দময় হয়ে উঠত’

২০২১ সালে অভিনেত্রী স্বর্ণলতা দেবন

াথ তার বাবার সঙ্গে পূজা উদযাপন করার সুযোগ পেয়েছিলেন। ২০২২ সালের ২৮ জুন তার বাবা পরলোক গমন করেন। গেল দুটি বছর স্বর্ণ তার বাবাকে ছাড়াই দুর্গাপূজা উদযাপন করলেন। আর কোনো দিন বাবার সঙ্গে স্বর্ণলতার পূজা উদযাপনের সুযোগ হবে না, এ বিষয় যখন ভাবেন, তখন তার মন খুব খারাপ হয়ে যায়। এরই মাঝে এ বছরের দুর্গাপূজাও শেষ হলো। যথারীতি এবারও ঢাকাতেই পূজা উদযাপন করেছেন স্বর্ণলতা তার পরিবার। পূজা উদযাপনের ফাঁকে ফাঁকে। মাঝে মাঝে নিজের অজান্তে এখানে-ওখানে বাবাকে খুঁজে বেরিয়েছেন। স্বর্ণলতা বলেন, ‘পরিবারের সবাই মিলেই এবারের দুর্গাপূজা উদযাপন করেছি। তবে গেল বছর যেসব স্থানে পূজার জন্য মণ্ডপ ছিল, সেখানে এবার তা আর হয়নি। তার পরও আমরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়েছি। পূজায় অংশগ্রহণ করেছি। তবে বাবা বেঁচে থাকলে হয়তো পূজার আনন্দটা আরো অনেক বেশি হতো। তারপরও বলা যায়, প্রতি মুহূর্তেই বাবাকে মনে পড়ে, খুব কষ্ট হয়। এই কষ্টটা আসলে বোঝানোর মতো নয়। মা আমাকে অনেক সময় সান্ত¡না দেন, তার পরও অনেক সময় আবেগের কাছে হেরে যাই। সবাই আমার বাবার জন্য প্রার্থনা করবেন যেন তিনি স্বর্গবাসী হন।’

এদিকে সম্প্রতি দীপ্ত টিভিতে প্রচার শেষ হওয়া ‘বকুলপুর সিজন টু’ নাটকটির জন্য বেশ সাড়া পেয়েছিলেন স্বর্ণ। একই পরিচালকের ‘গোলমাল’ ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। এরই মধ্যে স্বর্ণলতা নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। নাম ‘ব্রোকেন ফ্যামিলি’। নাটকটি এখনো প্রচার শুরু হয়নি। স্বর্ণলতা অভিনীত আরো একটি নতুন ধারাবাহিকের প্রচার শুরু হয়েছে। নাম ‘কমন প্রবলেম’, পরিচালনা

করছেন তপু খান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close