বিনোদন প্রতিবেদক
নাটকে স্মরণের ব্যস্ততা
মঞ্চের জন্য একজন নিবেদিতপ্রাণ স্মরণ সাহা। নিয়মিত মঞ্চে অভিনয়ের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও অভিনয় করেন তিনি। বিগত ৩৮ বছরেরও বেশি সময় ধরে স্মরণ সাহা মঞ্চে অভিনয় করে দর্শককে মুগ্ধ করে যাচ্ছেন। এরই মধ্যে একটি খণ্ডনাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ইমরাউল রাফাত পরিচালিত হঠাৎ ভালোবাসা শিরোনামের একটি নাটকে তিনি একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
আবার এরই মধ্যে বাংলাভিশনে তপু খান পরিচালিত স্মরণ সাহা অভিনীত নতুন ধারাবাহিক ‘কমন প্রবলেম’রও প্রচার শুরু হয়েছে। এই ধারাবাহিকেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন।
স্মরণ সাহা বলেন, ‘ইমরাউল রাফাতের নাটকটিতে যদিও আমার চরিত্রটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ একটি খবর আমার মাধ্যমেই আসে। আর তপু খানের নাটকটিতে বেশ ভালোলাগা নিয়ে কাজ করছি। এর আগেও তপু খানের পরিচালনায় নাটকে, সিনেমায় অভিনয় করেছি। আমি একজন অভিনেতা হিসেবে সবার নির্দেশনাতেই কাজ করতে চাই। যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে আমি আগ্রহী। যেহেতু আমি মঞ্চে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, তাই টিভি নাটক এবং সিনেমাতেও নিয়মিত কাজ করার জন্য আমার প্রবল ইচ্ছে। ধন্যবাদ সেই নির্মাতাদের, যারা নিয়মিত তাদের ভাবনায় রাখেন আমাকে। তাদের প্রতি কৃতজ্ঞ আমি।’
শাকিব খান অভিনীত তপু খান পরিচালিত দর্শকপ্রিয় সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগে রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে স্মরণ সাহা অভিনীত ‘রাজার চিঠি’ নাটকটির ৫০তম মঞ্চায়ন হয়। এটি রচনা করেছেন মাহফুজা হিলালী। নির্দেশনা ছিলেন দেবাশীষ ঘোষ।
"