বিনোদন প্রতিবেদক

  ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলা আমার’র ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

সংস্কৃতিচর্চা কেন্দ্র বাংলা আমার’র ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ‘আবৃত্তি হোক গণমানুষের জন্য’ স্লোগানে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী আয়োজন ছিল ‘বাংলা আমার উৎসব ২০২৪’-এর। দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতিপ্রেমীর মিলনমেলায় পরিণত হয় উৎসবটি। পরিবেশন ছিল- বাংলা আমার শিল্পীদের একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য এবং দলীয় সংগীতের। আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রদর্শনীরও। উৎসবে আবৃত্তিশিল্পী অধ্যাপক কাজী মদিনাকে ‘বাংলা আমার সম্মাননা ২০২৪’ এবং তরুণ আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্তকে ‘বাংলা আমার প্রণোদনা ২০২৪’ দেওয়া হয়। বাংলা আমার থেকে মেহেদী হাসান আকাশের সম্পাদনায় কবি মজিদ মাহমুদের আবৃত্তির কবিতা নিয়ে ‘ধ্বনিকাব্য’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আবৃত্তির উৎকর্ষে এবং নতুন প্রজন্মের কাছে আবৃত্তিশিল্পকে পৌঁছে দেওয়ার জন্য প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ের সব কবিতার আবৃত্তির ভিডিও অনলাইন প্রচারের উদ্বোধন করা হয়। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান। সংগঠনের সদস্য কান্তা আরিফিন এবং জয় আহমেদের হাতে বর্ষসেরা পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মেহেদী হাসান আকাশ। অনুষ্ঠানের উপস্থাপনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন স্বর্ণলতা ঘোষ, আরিফা বেগম, তানিয়া আফসার, জায়ানন্দ সেন, লুৎফুন্নাহার সোনিয়া, উমা ব্যানার্জী, ফারজানা কুমকুম, রঞ্জু নাহার মনি, শাহনাজ দিপ্তী, সোমা সাহা, মিতু সিমা, ফাহিম ও জুবায়েদ হোসেন। উৎসবে আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মীর বরকত, মাসকুর-এ-সাত্তার কল্লোল, রূপা চক্রবর্তী, শিমুল মুস্তাফা, রজত মিত্র, ডালিয়া আহমেদ, দেওয়ান সাঈদুল হাসান, ড. শাহাদাৎ হোসেন নিপু, মাসুম আজিজুল বাসারসহ অর্ধশত শিল্পী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close