নিয়ামুর রশিদ শিহাব

  ১৪ মে, ২০২৪

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪

দেশসেরা গলাচিপার মেয়ে এশা

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের ভাষা ও সাহিত্য বিষয় কলেজ গ্রুপে সেরা নির্বাচিত হয়েছে গলাচিপার সন্তান নাবিলা রহমান এশা। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে এ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

জানা গেছে, গলাচিপা সরকারি মডেলের মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এস এম মোশারেফ হোসেন ও হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা রহমান ফাহিমা দম্পতির মেয়ে এশা। দুই ভাই-বোনের মধ্যে সে বড়। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বর্তমানে এশা বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্রী।

মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ১৩৫ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ১৫ জনকে সেরা নির্বাচিত করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close