আজাহারুল ইসলাম, ইবি

  ১৭ এপ্রিল, ২০২৪

শিশুদের এক হাতে নতুন টাকা, অন্য হাতে চকলেট

‘ভাইয়ারা অনেক ভালো। আমাগের ডাইকি নিয়ে চকাই নোট (চকচকে নোট) আর চকলেট দেল। নতুন টাকা পাইয়ি ম্যালা ভালো ঠ্যাকছে। ঈদের সময় অনেকেই সালামী দেয়, নতুন টাকা দেয় না।’

রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ঈদ সালামি হিসেবে নতুন টাকা ও উপহার পেয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছিলেন শিশুরা। শুধু শিশুরাই নয়। উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে অভিভাবকদেরও।

খাইরুন নাহার নামে এক অভিভাবক বলেন, ক্যাম্পাসের ছেইলেরা খুব ভালো উদ্যোগ নেল। আমাগের বাচ্চারা খুবই খুশি। তাগের হাসি মুখ দেইখে আমরাও ম্যালা খুশি হইছি। আল্লাহ তাগের ভালো করুক।

গত ৩ এপ্রিল বিকেলে ক্যাম্পাস সংলগ্ন সরদার পাড়া গ্রামে শেখাপাড়া ও শান্তিডাঙ্গা এলাকার দরিদ্র পরিবারের অন্তত ষাট জন শিশুকে নিয়ে এ আয়োজন করে সংগঠনটি।

এসব শিশুরা স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) বিশ্ববিদ্যালয় শাখা পরিচালিত অবৈতনিক স্কুলের বিভিন্ন পর্যায়ে অধ্যয়ন করছে। উপহার পেয়ে আনন্দিত বেশ কয়েকজন শিশু জানায়, এটি ওদের পাওয়া প্রথম ঈদ সালামী। অন্য কয়েকজন জানায়, ঈদে পরিবারের সদস্যরা সালামী দিলেও এভাবে নতুন টাকার নোট পায়নি।

সংগঠনটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে সেক্রেটারি দিদারুল ইসলাম রাসেল ও ক্লাব সার্ভিস ডিরেক্টর রাশেদুল ইসলামসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অতিথি হিসেবে ছিলেন রোভার স্কাউট বিশ্ববিদ্যালয় ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী।

রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, ক্যাম্পাস সংলগ্ন এলাকার ছিন্নমূল পরিবারের শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এ কার্যক্রম। ঈদ সালামী শিশুদের ঈদ আনন্দ অনেকগুণ বাড়িয়ে দেয়। সেই চিন্তা থেকেই আমরা এ উদ্যোগ নেই। এসব শিশু শিক্ষার্থী ও তাদের পরিবারের চোখেমুখে যে খুশির ঝিলিক দেখেছি এটি আমাদের প্রচেষ্টার তুলনায় অনেক বড় প্রাপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close