আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ মে, ২০২৪

সুড়ঙ্গে ইসরায়েলি সেনাদের জিম্মির দাবি হামাসের

হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গত শনিবার (২৫ মে) এক বিবৃতিতে জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের জিম্মি করেছেন তারা।

এক ভিডিও বার্তায় আবু উবাইদা জানান, একটি সুড়ঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে ইহুদি বাহিনীকে প্রলুব্ধ করেছিল আমাদের যোদ্ধারা, পরে ওই বাহিনীর সব সদস্য হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে। কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। খবর আল-জাজিরা। কাসেম ব্রিগেডের পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, একজন আহত সৈন্যকে মেঝে বরাবর টেনে নিয়ে যাওয়া হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close