আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ মে, ২০২৪

৮০ বছর পর মিলল মার্কিন সাবমেরিনের ধ্বংসাবশেষ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি সমুদ্রের অতল গভীরে হারিয়ে গিয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, ইউএসএস হার্ডার নামের সাবমেরিনটি পাওয়া গেছে ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপের কাছে। এটি পানির ৩ হাজার ফুট নিচে পড়ে ছিল। ১৯৪৪ সালের ২৯ আগস্ট ৭৯ জন পুরুষ ক্রু নিয়ে সাবমেরিনটি ডুবে যায়।

ডুবে যাওয়ার আগে এই সাবমেরিনটি জাপানের তিনটি ডেস্ট্রয়ারকে পানিতে ডুবিয়ে দেয়। এ ছাড়া চার দিনের মধ্যে আরো দুটি ডেস্ট্রয়ারের ব্যাপক ক্ষতি করে এটি। এর মাধ্যমে জাপানিরা তাদের যুদ্ধের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close