আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ মে, ২০২৪

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে শতাধিক মৃত্যুর শঙ্কা

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসে শতাধিক মানুষ নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অস্ট্রেলিয়া ভিত্তিক সম্প্রচার মাধ্যম এবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোররাত ৩টার দিকে এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসের ওই ঘটনা ঘটে। রাজধানী পোর্ট মোরেসবি থেকে ওই গ্রামটি উত্তরপশ্চিমে প্রায় ৬০০ কিলোমিটার দূরে।

ভূমিধসের পর স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন। তারা ভূমিধসে নিহতদের সংখ্যা ১০০ ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও হতাহতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি বলে জানায় এবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থানীয়দের ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ বের করে আনতে দেখা যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close