আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মে, ২০২৪

ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস খুলছে কলম্বিয়া

কলম্বিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে অনেক আগেই। এবার রামাল্লায় খুলতে যাচ্ছে তাদের দূতাবাস। কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবেরতো মুরিলোকে ফিলিস্তিনে ওই দূতাবাস খোলার নির্দেশ দেন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। এর আগে ফিলিস্তিনে বর্বর হামলা চালানোর প্রতিবাদে গত ২ মে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া।

কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, রামাল্লায় আমাদের দূতাবাস নির্মাণ হবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশের দ্বিতীয় পদক্ষেপ।

প্রথম পদক্ষেপ ছিল, ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর প্রতিবাদে গত ২ মে ইসরায়েল থেকে কলম্বিয়ার সব কূটনীতিককে প্রত্যাহার করে ইহুদিবাদী দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গত বছরের ২০ অক্টোবর ইসরায়েলের রাষ্ট্রদূত গালি ডাগান ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত রউফ আল-মালকির সঙ্গে পৃথক বৈঠকে প্রথম রামাল্লায় দূতাবাস করার কথা জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close