প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২৪

লেবাননে হামলার হুমকি ইসরায়েলের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। এর জেরে লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইহুদিবাদী দেশটি। লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে সরাসরি লেবাননে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল।

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বৃহস্পতিবার এই হুমকি দিয়ে ইসরায়েল বলেছে- যদি হিজবুল্লাহ গোষ্ঠী দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা থেকে সরে না আসে, তাহলে লেবাননে হামলা চালানো হবে। ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে এক বৈঠকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এমন্তব্য করেন। বৃহস্পতিবার পশ্চিম জেরুজালেমে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েল কাটজের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় কাটজ দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে উৎখাত করতে লেবাননের সরকারের প্রতি আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close