প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২৪

ঘূর্ণিঝড়ে হাজারো মানুষ বিদ্যুৎহীন অস্ট্রেলিয়ায়

মৌসুমি ঘূর্ণিঝড় কিরিলির আঘাতের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইন্সল্যান্ডের উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কুইন্সল্যান্ডের ওপর দিয়ে বয়ে গেছে কিরিলি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর কুইন্সল্যান্ডের উপকূলীয় পর্যটন শহরের কাছে গ্রেট ব্যারিয়ার রিফে আছড়ে পড়ে কিরিলি। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর কিরিলিকে ক্যাটাগরি ২ ঘূর্ণিঝড় হিসেবে তালিকাভুক্ত করেছে। বৃহস্পতিবার উপকূলীয় শহরগুলোতে তাণ্ডব চালানোর পর শুক্রবার থেকে শক্তি হারিয়ে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়াপূর্ণ সাধারণ ঝড়ে পরিণত হয়েছে কিরিলি। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলস জানান, ঘুর্ণিঝড়ের আঘাতের পর থেকে অস্ট্রেলিয়ায় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন অন্তত ৬৪ হাজার মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close