প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০২৪

ন্যাটোতে সুইডেনকে নিতে সম্মত তুরস্ক পার্লামেন্টে পাস

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্যপদের অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। মঙ্গলবার (২৩ জানুয়ারি) তুর্কি সংসদে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়। এরপর ভোটাভুটি হলে ২৮৭-৫৫ ভোটে বিলটি পাস হয়। তুর্কি সংসদে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পাস হওয়া এই বিলে স্বাক্ষর করতে পারেন এরদোয়ান।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে নতুন সদস্য যুক্ত করতে হলে আগের সব সদস্য দেশের অনুমোদনের প্রয়োজন হয়। ফলে সদস্য দেশ হিসেবে তুরস্কের অনুমোদন ছাড়া ন্যাটোতে যোগ দিতে পারছিল না সুইডেন। মূলত সুইডেন সন্ত্রাসবাদীদের মদদ দেয়, এমন অভিযোগ তুলে ২০ মাস ধরে দেশটির সদস্যপদ আটকে রেখেছিল আঙ্কারা।

সুইডেনের সদস্য হলে আরো শক্তিশালি হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close