প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০২৪

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ চীনের

তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম লাইকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে চীন। সেই সঙ্গে নির্বাচনের পর স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে মার্কিন প্রতিনিধিদলের সফরকেও ভালোভাবে দেখছে না দেশটি।

রবিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পশ্চিমাদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন উইলিয়াম লাই। নির্বাচিত হয়েই চীনের কাছ থেকে অঞ্চলটিকে নিরাপদ রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যদিও, সাম্প্রতিক সময়ে তাইওয়ানকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অঞ্চলটির স্বাধীনতায় সমর্থন নেই যুক্তরাষ্ট্রের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close