প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ জানুয়ারি, ২০২৪

জাপানে ভূমিকম্প

৭২ ঘণ্টা পর ৮০ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

জাপানে নতুন বছরের প্রথম দিনে শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হওয়ার ৭২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার হয়েছেন। তার বয়স ৮০-এর কোটায়। সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকেতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওয়াজিমা শহরের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ওই নারীকে বের করে আনা হচ্ছে।

গত সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপ। ভূমিকম্পের পর ওই বৃদ্ধা তার বাড়ির নিচতলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। এরই মধ্যে ভূমিকম্পের ৭২ ঘণ্টা বা ৩ দিন পেরিয়ে গেছে। সাধারণত ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা পর্যন্ত সময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এরপর জীবিত উদ্ধারের আশা ক্রমেই ফুরিয়ে আসে। তারপরও উদ্ধারকারীরা জীবিত উদ্ধারের আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, সুজু ও ওয়াজিমা শহরে বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ৩০ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। কিছু শহরে পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

সুজু শহরের মেয়র বলেন, শহরটির ৯০ শতাংশ ঘরবাড়ি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সোমবার ভূমিকম্প অনুভূত হওয়ার ১ মিনিট পরই শহরটিতে ছোট আকারের একটি সুনামি আঘাত করেছিল। ভূমিকম্প থেকে ভবনগুলোর সুরক্ষা নিশ্চিত করতে ১৯৮১ সালে জাপান কিছু বিধি প্রণয়ন করে। তবে অনেকগুলো কাঠের ঘর নির্মাণ করা হয়েছে এ বিধিগুলো কার্যকর হওয়ার আগেই। জাপানের আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে গতকাল শুক্রবার এএফপির প্রতিবেদনে বলা হয়, সোমবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। ২৪২ জন এখনো নিখোঁজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close