প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ জানুয়ারি, ২০২৪

উত্তেজনার মধ্যেই ফের মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যেই ফের মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে সফরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়বেন। এ সফরে তিনি ইসরায়েলেও যাবেন বলে শীর্ষ এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা প্রশমিত করার জন্য ব্লিঙ্কেনের সঙ্গে ইসরায়েলে সফর করবেন মার্কিন কূটনৈতিক দূত আমোস হোচস্টেইন। তিনি বলেন, ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশের রাজধানীতে সফরের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে দেশ ছাড়বেন ব্লিঙ্কেন। তবে এ বিষয়ে কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি। ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল এবং বেশ কয়েকটি দেশে সফর করেছেন এই শীর্ষ মার্কিন কূটনীতিক।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং দুপক্ষের সংঘাত আরো বাড়ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close