আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ডিসেম্বর, ২০১৮

জিসিসি সম্মেলন

কাতারি আমিরকে আমন্ত্রণ সৌদি বাদশাহর

গালফ করপোরেশন কাউন্সিল-জিসিসি সম্মেলনে যোগ দিতে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানিকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। আগামী ৯ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএর বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

কিউএনএর খবরে বলা হয়েছে, কাতারের আমির সৌদি বাদশাহর কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। জিসিসির মহাসচিব আব্দুল লতিফ জায়ানি কাতারের পররাষ্ট্রমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির মাধ্যমে এই আমন্ত্রণ পাঠিয়েছেন। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অবরোধ আরোপ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও মিসর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close