আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ নভেম্বর, ২০১৮

সৌদি প্রিন্স খালেদ বিন তালালের মুক্তি

দুর্নীতিবিরোধী অভিযানের সমালোচনা করায় আটক এক সৌদি প্রিন্স আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন বলে খবর পাওয়া যায়।

প্রিন্স খালেদ বিন তালালের স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন যেগুলোতে তাকে তার পরিবারের সঙ্গে দেখা যায়, ছবিগুলো এই সপ্তাহেই তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে, জানিয়েছে বিবিসি।

প্রায় এক বছর আগে আটক হওয়া এই প্রিন্স সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আবদুল আজিজ ইবনে সৌদের ভাতিজা। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানের সমালোচনা করায় গত বছর তাকে আটক করা হয়েছিল।

ওই অভিযানে যে অসংখ্য সৌদি প্রিন্স ও রাজনৈতিক কর্মকর্তা আটক হয়েছিলেন, তাদের মধ্যে প্রিন্স খালেদের ভাই প্রিন্স আলওয়ালিদ বিন তালালও ছিলেন। প্রিন্স আলওয়ালিদ এ বছরের শুরুতে মুক্তি পান। গত মাসে তুরস্কের সৌদি কনস্যুলেটের ভেতর রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ প্রবল চাপে আছেন। এ সময়ই প্রিন্স খালেদকে মুক্তি দেওয়া হলো। সংকট মোকাবিলায় রাজপরিবারের ভেতরে সমর্থন বাড়ানোর চেষ্টায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close