এস এইচ জাহিদ, শাবিপ্রবি

  ২১ অক্টোবর, ২০২৪

চালকহীন গাড়ি তৈরি শাবিপ্রবি শিক্ষার্থীদের

আমেরিকান বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেসলা’-এর অনুকরণে দেশে প্রথমবারের মতো চালকবিহীন গাড়ি তৈরি করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ‘সিনার্বোটিকস’ নামে একটি দলে কাজ করে এ চালকবিহীন গাড়িটি তৈরি করেছেন বলে জানা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গাড়িটির নাম রাখা হয়েছে ‘অটোমামা’। গাড়িটি একসঙ্গে তিন থেকে চারজন যাত্রী বহন করতে পারবে বলে জানিয়েছেন দলের প্রধান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মির্জা নিহাল বেগ।

‘সিনার্বোটিকস’ দলটি শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। দলটির দাবি, ‘অটোমামা’ শাবি শিক্ষার্থীদের তৈরি করা দেশের প্রথম সফল ‘লেভেল ২ অটোনোমাস ইলেকট্রনিক ভিসেল’। গাড়িটি দেশের রাস্তায় চলাচল উপযোগী ডেটাসেট দিয়ে তৈরি করা হয়েছে, যেটি প্রাথমিকভাবে পথচারী রাস্তায় চলাচলে সফল হয়েছেন বলে জানিয়েছেন দলটির সদস্যরা।

অটোমামা প্রজেক্টে টেকনিক্যাল টিমের সদস্যদের মধ্যে রয়েছে মির্জা নিহাল বেগ, আদণ্ডদ্বীন মাহবুব ও নাইনাইয়ু রাখাইন। প্রোমোশন টিমে আছেন ইমতিয়াজ আহমেদ, অর্ণব পাল, সাফওয়াত আদিবা হিয়া, মো. সাকিবুল ইসলাম সৌরভ, ফয়সাল জামান, মো. মেহেদী হাসান ও মো. আসাদ শেখ।

দলের প্রধান মির্জা নিহাল বেগ বলেন, বাংলাদেশে অটোনোমাস ইলেকট্রনিক ভিসেল নিয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থাকে মাথায় রেখে আমরা এটি তৈরি করেছি এবং সাশ্রয়ী মূল্যে নিজেদের সীমিত রিসোর্স এবং ফান্ডের মাধ্যমে আমরা লেভেল-২ পর্যন্ত তৈরি করতে পেরেছি, তবে এখনো অনেক কাজ বাকি রয়েছে।

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে আমাদের লক্ষ্য এটাকে আরো উন্নত অর্থাৎ সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে ডেভেলপ করার। গাড়িটিতে আমরা সৌরশক্তি ব্যবহারের চিন্তাভাবনাও করছি, এ জন্য আমাদের ফান্ডের প্রয়োজন। কারণ ফান্ডের অভাবে টেকনিক্যাল টিমের সদস্যরা এটিকে ভালোমতো ডেভেলপ করতে পারছেন না।’ গাড়ির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ২০২১ সালে আমরা ‘অটোমামা’ নিয়ে কাজ শুরু করি। তবে মাঝে কিছুদিন বন্ধ থাকার পর ফের দেড় বছরের প্রচেষ্টায় লেভেল-২ পর্যন্ত তৈরি করতে সক্ষম হয়েছি। যাত্রীসেবার পাশাপাশি গাড়িটি দিয়ে ফ্যাক্টরি, পর্যটনশিল্প ও এয়ারপোর্ট এলাকায় ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনার উপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এ বিষয়ে অটোমামা প্রজেক্টের সুপারভাইজার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাহিদুর রহমান বলেন, চালকবিহীন গাড়ি ‘অটোমামা’ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে পরিচালিত হবে। এর জন্য আমাদের দেশের বিভিন্ন প্রান্তের রোড সিনারিও কালেকশন করতে হয়েছে। ডেটা কালেকশনের প্রাইমারি গোলটা শেষ এখন আপাতত প্রথমে আমরা সাস্ট ক্যাম্পাসে এটা রান করাতে চাই। যার মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারবেন।

গাড়িটি নির্মাণের প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি বলেন, প্রজেক্টের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল ডেটা কালেকশন, যার জন্য আমাদের টিম দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে সেখানকার রোড সিনারিও অনুযায়ী ডেটা কালেকশন করেছে। এ ছাড়া এই ডেটাগুলো শুধু কালেক্ট করলেই হয় না, রিয়েল টাইম অর্থাৎ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। এর জন্য প্রয়োজন শক্তিশালী প্রসেসর, যা তুলনামূলকভাবে ব্যয়বহুল। প্রজেক্টটি দাঁড় করাতে আমরা বিশ্ববিদ্যালয়ের রেগুলার ফান্ডের জন্য রিসার্চ সেন্টারে আবেদন করেছি। প্রশাসনের কাছ বড় থেকে ধরনের ফান্ড পেলে আমাদের প্রজেক্টের কাজ পরিচালনা সহজ হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমি সব সময় এ ধরনের উদ্ভাবনী কাজকে উৎসাহিত করি। অটোমামা প্রজেক্টের সঙ্গে জড়িত টিমের সব শিক্ষক-শিক্ষার্থীকে অভিনন্দন জানাই। টিমের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close