সাভার (ঢাকা) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২৪

নির্বাচন-পরবর্তী সহিংসতা

সাভারে আহত ১১, গ্রেপ্তার ৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমানের সমর্থক ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রাতে উভয় পক্ষ পৃথক দুটি মামলা করে।

গ্রেপ্তাররা হলেন তালুকদার মো. তৌহিদ জং মুরাদের সমর্থক সাভার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল হালিম ও মো. ফারুক হোসেন এবং ডা. এনামুর রহমানের সমর্থক মো. সাঈম ও সম্পদ।

জানা যায়, গত ৭ জানুয়ারি কাতলাপুর কেন্দ্রের ফলাফলে কিছু ভোটে এগিয়ে যায় স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ। ঈগল প্রতীকের সমর্থকরা নৌকার সমর্থকদের ওপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) রাসেলের ওপর মীমাংসার দায়িত্ব পড়ে। এসআই রাসেল স্থানীয় হালিমের ওপর মীমাংসার দায়িত্ব দেন। গত বুধবার হালিমের অফিসে যান উভয় পক্ষের সমর্থকরা। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরলে দেশীয় অস্ত্র নিয়ে ঈগলের সমর্থকরা হামলা চালায়। এ ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ মামলা করেছে। চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close