
প্রতিদিনের সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ০০:০০
শিশুরা সারাক্ষণ ফোনে, তবু নেই সমস্যা!

------
গবেষকদের দাবি, বাবা-মায়েরা যতটা চিন্তায় রয়েছেন বা যতটা গভীরে ভাবছেন, ততটাও খারাপ প্রভাব পড়েনি তাদের ছেলেমেয়েদের ওপর। অধিকাংশ ক্ষেত্রেই এই ভয় ভিত্তিহীন।
সমীক্ষাজুড়ে দেখানো হয়েছে, কীভাবে অ্যামেরিকার যুবকদের ওপর প্রভাব ফেলেছে মোবাইল ইন্টারনেটের রমরমা। এক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের যুবকদের ওপর সমীক্ষা চালানো হয়েছে। প্রায় ১ হাজার ২০০ জনের সার্ভে ডেটার ওপর চলেছে পরীক্ষা-নিরীক্ষা। ইনস্টিটিউট অব বিহেভিয়ারল সায়েন্সের সোসিওলজির অধ্যাপক স্টিফ্যানি মলবর্নের কথায়, প্রযুক্তির উদ্ভাবনের পাশাপাশি প্রযুক্তির স্বাদ পরিবর্তনও জারি রয়েছে। তাই বাবা-মায়েদের অধিক চিন্তা করে লাভ নেই। কারণ কোনো কিছুর প্রতিই গুরুতরভাবে আকৃষ্ট হওয়ার তেমন শঙ্কা নেই। এই অ্যাডিকশন বা বিশেষ টেকনোলজির প্রতি আকর্ষণও একসময় বদলে যাবে। আর এদিক থেকেই বাবা-মায়েদের স্বস্তি দিতে পারে পুরো বিষয়টি।
"