reporterঅনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর, ২০২৪

শিক্ষকরা শিক্ষা ভবনের সামনে শুয়ে পড়লেন

ছবি : সংগৃহীত

দেশের বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন। দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার হুমকি দিয়ে শিক্ষা ভবনের সামনের রাস্তায় শুয়ে পড়েছেন শিক্ষকরা।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আব্দুল গনি রোডে দ্বিতীয় দিনের কর্মসূচি চলাকালে সন্ধ্যার পর তারা রাস্তা অবরোধ করেন।

কলেজ শিক্ষক মোস্তাফা জানান, আমরা যথাযথ আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না। আমাদের রাস্তা থেকে উঠে যাওয়ার জন্য পুলিশ অনুরোধ করছে। কিন্তু আমরা তাদের বলেছি, দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছি। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার অফিস যমুনায় যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছেড়ে যাবো না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close