শ্রমিক অসন্তোষ সৃষ্টির জন্য বহিরাগতরাও রয়েছে : উপদেষ্টা আসিফ
দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই শেষে আমরা স্বাধীনতা পেয়েছি। দায়িত্ব গ্রহণের পরপরই সম্মুখীন হলাম শ্রমিক অসন্তোষের। শ্রমিক অসন্তোষ সৃষ্টির জন্য বহিরাগতরাও রয়েছে। এ নিয়ে আমরা শ্রমিক নেতৃবৃন্দ, মালিকপক্ষসহ সবার সঙ্গে বারবার বসে গত ২৪ তারিখ ১৮ দফা প্রণয়ন করেছি। এর মধ্যে স্বল্পমূল্যে শ্রমিকদের মাঝে পণ্য সরবরাহ একটি, বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।’
তিনি বলেন, ‘আমার একটা স্বপ্ন আছে, সেটা হলো গার্মেন্টস শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য পেনশন স্ক্রিম ব্যবস্থা চালু করা হবে। যাতে পরবর্তীতে তাদের দুর্বিষহ জীবনযাপন করতে না হয়। পোশাক খাতে যেন উৎপাদন ব্যাহত না হয়।’
গাজীপুরের টঙ্গীতে বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সরকার কর্তৃক পোশাক শিল্প শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচিরর উদ্বোধন অনুষ্ঠানে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পোশাক শ্রমিকদের ১৮ দফা মেনে নেওয়ার পর এবারই প্রথম ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপদেষ্টা দেশের শিল্পখাত বাঁচিয়ে রাখতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের কাজ করতে আহ্বান জানান।’
বিজিএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, টেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, গাজীপুর জেলা প্রসাশক নাফিসা আরেফীন, নোমান গ্রপের চেয়ারম্যান এ এইচ এম রফিকুল ইসলামসহ কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।