reporterঅনলাইন ডেস্ক
  ১৫ এপ্রিল, ২০২৪

ঢাকায় গণপরিবহন সংকট, ভোগান্তি

ফাইল ছবি

কর্মস্থলে যোগ দিতে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের লম্বা ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত গাড়িতে করেও ঢাকায় প্রবেশ করছেন কর্মজীবীরা।

আজ সোমবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভোর থেকে দূরপাল্লার বাস ঢুকছে ঢাকায়। বাস থেকে নেমে সিএনজিচালিত আটোরিকশা, মোটরবাইক যোগে নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে মানুষ। তবে গত কয়েক বছরের মতো চাপ নেই গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে। বাসসংশ্লিষ্টরা বলছেন, প্রত্যাশার ৬০ শতাংশ মানুষ এই রুটে ঢাকা ফিরছে।

এদিকে, বাড়ি থেকে কর্মমুখী মানুষ ঢাকায় ফেরায় ফাঁকা নগরীতে ফিরছে ব্যস্ততা। তবে গণপরিবহন সংকট থাকায় বাস স্টেশন থেকে নিজস্ব গন্তব্যে যেতে বেগ পেতে হচ্ছে ঢাকায় ফেরা মানুষদের। এতে দীর্ঘসময় ধরে পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোগান্তি,ঢাকা,গণপরিবহন সংকট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close