reporterঅনলাইন ডেস্ক
  ০৭ এপ্রিল, ২০২৪

সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

প্রতিনিধিত্বশীল ছবি

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ রবিবার ১২৮ স্কোর নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

একই সময় ৩২২ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় ১ নম্বরে আছে ভারতের শহর দিল্লি। ২০৭ স্কোর নিয়ে ২ নম্বরে আছে নেপালের কাঠমান্ডু।

১৮৮, ১৭১, ১৭০ স্কোর নিয়ে তালিকায় যথাক্রমে ৩, ৪, ৫ নম্বরে অবস্থান করছে পাকিস্তানের লাহোর, নেপালের কাঠমান্ডু এবং ইন্দোনেশিয়ার মেদান শহর।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার বাতাস,বায়ুদূষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close