reporterঅনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি, ২০২৪

খুব দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন

প্রতীকী ছবি

বাংলাদেশে শনাক্ত হওয়া করোনার অমিক্রন ধরনের উপধরন জেএন.১ দ্রুত ছড়ায় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের সবশেষ জেনোমসিকোয়েন্সিংয়ের (ধরন) ওপর গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

বিএসএমএমইউ উপাচার্য জানান, করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন-ওয়ান বাংলাদেশে শনাক্ত হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরও কেউ এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন।

জেএন-ওয়ান অতটা ক্ষতিকর না হলেও এটি দ্রুত ছড়ায় বলেও জানান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এর উপসর্গ মৃদু বলেও জানান তিনি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,নতুন ধরন,জেএন-ওয়ান,ডা. মো. শারফুদ্দিন আহমেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close