reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০২৪

তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে ২৯ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছেন। এছাড়া ৬০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষাক্ত মদপানের পর অন্তত ২৯ জন মারা গেছেন। এছাড়া ৬০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

নিহতদের মধ্যে অনেকেই করুণাপুরম এলাকার বাসিন্দা। এ ঘটনায় ছেলে হারানো এক নারী বলেছেন, তার ছেলে গুরুতর পেটে ব্যথা এবং চোখ খুলতে অসুবিধার কথা বলেছিলেন। প্রাথমিকভাবে, হাসপাতাল তার ছেলেকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। তারা বলে, সে মাতাল। রাজ্য সরকারের উচিত সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া।

আরেকজন মা বলেন, আমার ছেলের পেটে প্রচণ্ড ব্যথা। সে দেখতেও পায় না, শুনতেও পায় না। এটা যেনো আর কারও সঙ্গে না হয়। মদ বিক্রি বন্ধ করুন।

এক বিবৃতিতে রাজ্য সরকার বলেছে, ২৬ জনের পান করা দেশি মদের প্যাকেট থেকে নমুনা নিয়ে ফরেনসিক করা হয়েছে এবং সেখানে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে।

দেশটির মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি সমবেদনা ও তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কাল্লাকুড়িতে বিষাক্ত মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত ও ব্যথিত হয়েছি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে।

কল্লাকুড়ির জেলা কালেক্টর এমএস প্রশান্ত জেলার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারতদের অবস্থা পর্যবেক্ষণে গিয়েছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,তামিলনাড়ু,বিষাক্ত মদ পান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close