reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২৪

মিয়ানমারের নির্বাচন নিয়ে মুখ খুললেন জান্তা প্রধান

ছবি : সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলে মিয়ানমারে একটি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে জান্তা সরকারের। তবে সেই নির্বাচনের ভোট দেশব্যাপী অনুষ্ঠিত না-ও হতে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৪ মার্চ) এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া।

খবরে বলা হয়েছে, মিন অং হ্লাইং বলেছেন, ২০২১ সালে সামরিক বাহিনী একটি অভ্যুত্থানেরি মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছিল। একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরে আসার জন্য একটি নির্বাচন করারও পরিকল্পনা করা হয়েছিল।

তিনি দেশটির অস্থিতিশীল অবস্থার কথা তুলে ধরে বলেন, তবে দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনী লড়াই করছে।

এমতাবস্থায় দেশব্যাপী নির্বাচনের আয়োজন সম্ভব বলে মনে করছেন না তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সামরিক জেনারেল মিন অং হ্লাইং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close