reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মার্চ, ২০২৪

রুশ হামলার পর ইউক্রেনে জরুরি বিদ্যুৎবিভ্রাট

ছবি : সংগৃহীত

রাশিয়ার ড্রোন হামলার পর থেকে ইউক্রেনের ওডেসা বন্দরে জরুরি বিদ্যুৎবিভ্রাট শুরু হয়েছে। সেখানকার একটি হাই-ভোল্টেজ বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত হলে জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৪ মার্চ) এই তথ্য জানিয়েছে ইউক্রেনের শীর্ষ শক্তি সরবরাহকারী ডিটিইকে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ডিটিইকে জানিয়েছে, ‘পরিস্থিতি এখনও বেশ জটিল রয়েছে। নেটওয়ার্কের লোড কমানোর জন্য আজকে শহরে বৈদ্যুতিক পরিবহন বন্ধ থাকবে এবং শিল্পকেন্দ্রগুলোতে তা সীমিত হবে।’

টেলিগ্রামে ওডেসার প্রশাসন বলেছে, ওডেসা শহর এবং অঞ্চলটিতে রাশিয়ার ড্রোন কয়েক দফা আঘাত হেনেছে। এরমধ্যে ওডেসা এবং পার্শ্ববর্তী মাইকোলাইভ অঞ্চলে চারটি ড্রোনকে গুলি করেছে ইউক্রেনের সেনারা।

ওই টেলিগ্রাম বার্তায় আরও বলা হয়, ভূপাতিত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ বিদ্যুৎ সুবিধায় আঘাত হানলে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন অবিলম্বে নিভিয়ে ফেলা হলেও ব্যাঘাত ঘটে বিদ্যুৎ পরিষেবায়।

ডিটিইকে জানিয়েছে, সোমবার সকালের মধ্যে দুটি জেলা শহরে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close