reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মার্চ, ২০২৪

ইউক্রেনে একাধিক রুশ বিমান হামলা

ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার (২৪ মার্চ) ভোরে সিরিজ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এতে বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পোল্যান্ড জানিয়েছে, ইউক্রেনের সীমান্ত অঞ্চল লভিভকে লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ও সাতটি ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। পরে নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিমানবাহিনীকে সক্রিয় করেছে পোল্যান্ড।

লভিভ অঞ্চলের সাদোভিই টেলিগ্রামে মেয়র জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে নিয়োজিত ছিল। যদিও পুরো ইউক্রেনেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

টেলিগ্রামে এক বিবৃতিতে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, রাজধানী ও এর আশেপাশে প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। হামলার ফলে কোনও হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাশিয়ান কৌশলগত বোমারু বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে ইউক্রেন আগেই দেশজুড়ে সতর্কতা জারি করেছিল।

হামলার সময় কিয়েভের বাসিন্দাদের মেট্রো স্টেশনে আশ্রয় নেওয়ার ছবি প্রকাশিত হয়েছে। অবশ্য রবিবারের হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি মস্কো।

শুক্রবার ইউক্রেনে রাশিয়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরে প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন ছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরিজ বিমান হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close