reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

মালয়েশিয়ায় ১৩২ অভিবাসী আটক, আছেন বাংলাদেশিও

মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ অভিযান চালিয়ে দুই বাংলাদেশিসহ ১৩২ অভিবাসীকে আটক করেছে। রবিবার সকালে সেতিয়া আলমের তেল পাম বাগানে একটি বসতিতে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) জাফরি এমবোক তাহা বলেন, ভোর ২টা ৩৮ মিনিটে শুরু হওয়া অভিযানে ১৩০ ইন্দোনেশিয়ান এবং দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। ১৩০ জন ইন্দোনেশিয়ার মধ্যে ৭৬ জন পুরুষ, ৪৬ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে।

তিনি আরো বলেন, অধিদপ্তরের গোয়েন্দা তথ্য এবং অভিযোগের ফলাফলে দেখা যায়, গত চার বছর ধরে অবৈধ বসতি স্থাপন করে অভিবাসীরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এলাকাটি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। অভিযানের সময় কেতুয়া কাম্পুং (গ্রামপ্রধান) দাবি করেছেন, তারা ০.৬ হেক্টর জমির জন্য প্রতি মাসে প্রায় ৬ হাজার রিঙ্গিত ভাড়া দিয়ে আসছিলেন। এই অবৈধ বসতিতে বিভিন্ন দোকান, খাবারের স্টল এবং সুরাউ রয়েছে।

এই অভিবাসীদের বেশির ভাগই আশপাশের এলাকায় পরিচ্ছন্নতাকর্মী, রেস্টুরেন্ট সহকারী এবং নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালয়েশিয়া,অভিবাসী আটক,বাংলাদেশি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close