অনলাইন ডেস্ক
০৬ জুলাই, ২০২৪
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে প্রাণ গেছে এক প্রবাসী বাংলাদেশির। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে জোহানেসবার্গ শহরের লেনেসিয়া এলাকায় ৩ জনের ডাকাতদল নাসির মিয়ার দোকানে ঢুকে পড়ে। নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় বাধা দিলে গুলি শুরু করে তারা।
এ সময় দোকানে থাকা নাসির ও তার ভগ্নিপতি মোহাম্মদ ফিরোজ গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফিরোজ। গুরুতর আহত নাসিরকে নেয়া হয়েছে হাসপাতালে। হতাহত দুজনেরই গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের ইছাপুরে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন