অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারি, ২০২৪
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
কুয়েতে প্রাইভেটকারের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে আমির হোসেন (৪২) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের মমিনুল হকের বড় ছেলে।
শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় কুয়েতের মিনা আবদুল্লাহ সড়কের ওফরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিবার তার মৃত্যুর খবর জানাজানি হয়।
পারিবারিক সূত্র জানায়, ১৬ বছর আগে জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমান আমির। সেখানে তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। পরিবারে তার এক মেয়ে, এক ছেলে, স্ত্রী ও মা-বাবা রয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন