reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০২৩

মালয়েশিয়ায় অভিযানে ৫৫ বাংলাদেশি আটক

ফাইল ছবি

কয়েক দিন পর পর মালয়েশিয়ায় অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) জহুর রাজ্যের পাম বাগানে অভিযান চালিয়ে ৫৫ বাংলাদেশিসহ মোট ১৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

জহুর রাজ্যের বারু জেলার গেলাং পাতাহের পাম বাগানের দুটি পৃথক স্থানে দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ।

পরে বিবৃতিতে জহুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে গেলাং জহুর বারুর গেলাং পাতাহের ১৫টি কন্টেইনারে বসতি গড়ে। সেখান থেকে ৬৪১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের ভিসা যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ১৯৫ জনের কাছে দেশটিতে থাকা বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটকদের সবার বয়স ১৯ থেকে ৬৯ বছরের মধ্যে। এদের মধ্যে ইউএনসিএইচআর শরণার্থী কার্ডধারীও রয়েছে বলে জানায় বিবৃতিতে।

আটকদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৫৫ জন, মিয়ানমারের ৬২ জন, ভারতীয় ২৮ জন, ইন্দোনেশীয় ২৬ জন পুরুষ ও ৫ জন নারী, পাকিস্তানি ১৬ জন, চীনা দুজন এবং একজন তিমুর লেস্তের নাগরিক।

তাদের বিরুদ্ধে কাজের পারমিটের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাদের পরবর্তী তদন্তের জন্য জহুর বারুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

অবৈধ এসব অভিবাসীদের চাকরি অথবা নিয়োগ দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালয়েশিয়া,বাংলাদেশি,অভিযান,পাম বাগান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close