reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

মন্ত্রীর এপিএস ছুরিকাঘাতে আহত 

ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরীকে ছুরি মেরে পালিয়েছে এক ছিনতাইকারী। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করছে তারা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান বলেন, রাতে সাদেক খান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বেইলি রোডের বাসভবন থেকে দাপ্তরিক কাজ শেষে নিজ বাসা ফার্মগেটে যাচ্ছিলেন। এ সময় কারওয়ান বাজার এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

তিনি বলেন, এপিএসকে বহনকারী গাড়িটি কাওরান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়। এপিএস এ সময় ছিনতাইকারীকে বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে পান্থপথের স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

পিডিএস/এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্ত্রী,এপিএস,ছরিকাঘাতে আহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close