reporterঅনলাইন ডেস্ক
  ২৭ নভেম্বর, ২০২৩

বুকার পুরস্কার পেলেন পল লিঞ্চ

এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ। তার লেখা উপন্যাস ‘প্রফেট সং’-এর জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার তার হাতে উঠেছে।

সোমবার (২৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া যুদ্ধ এবং শরণার্থী সংকটে অনুপ্রাণিত হয়ে লেখা ‘প্রফেট সং’ উপন্যাস আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প নিয়ে। দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক নিয়মনীতির মধ্যে পরিবারটি বেড়ে উঠেছে, হারিয়ে যেতে বসা সেই ব্যবস্থায় মানিয়ে নিতে পরিবারটির কঠিন লড়াইয়ের কথাই এই উপন্যাসে উঠে এসেছে।

পল লিঞ্চ বলেছেন, ‘সিরিয়ার যুদ্ধ ও শরণার্থী সংকট থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই উপন্যাস লিখেছেন।’

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে মঞ্চে দাঁড়িয়ে লিঞ্চ বলেন, বুকার পুরস্কার আয়ারল্যান্ডে নিতে পেরে তিনি আনন্দিত। তিনি আরও বলেন, ‘এটি কোনো রাজনৈতিক বই নয়। আর এটা লেখাও কোনো সহজ কাজ ছিল না।’

পুরস্কারের অর্থ হিসেবে পাওয়া ৫০ হাজার পাউন্ডের কিছু অংশ বন্ধকী সম্পত্তি মুক্ত করতে ব্যয় করবেন বলেও জানিয়েছেন তিনি।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পল লিঞ্চ,বুকার পুরস্কার,আয়ারল্যান্ড,প্রফেট সং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close