reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০২৩

‘সমতটের কাগজ’ সাহিত্য সম্মাননা পেলেন শেলী সেনগুপ্তা

সমতটের কাগজের গুণিজন সম্মাননা-২০২৩ পেলেন কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তা। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সমতটের কাগজের ৭ম বর্ষপূর্তির অনুষ্ঠানে কথাসাহিত্যে অবদানের জন্য তাকে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব-সাহিত্যিক জহিরুল হক দুলাল। বিশেষ অতিথি এ টি এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ খান জুয়েল। সভাপতিত্ব করেন কবি সংসদ বাংলাদেশ কুমিল্লা শাখার সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার।

বাংলাদেশ নারী লেখক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক শেলী সেনগুপ্তা। তিনি একজন সংবেদনশীল ও স্বনির্মিত মানুষ। তার ভাবনায় ও লেখায় কাব্য ও গদ্য পেয়েছে সমান মর্যাদা। পরিণত বয়সে লেখার ভুবনে এলেও সময়কে জয় করে নিয়েছেন আপন শক্তিতে। পরিশ্রমী ও মেধাবী কাব্যকর্মী হিসেবে ইতোমধ্যে সুপরিচিতি নির্মাণ করেছেন।

তার ছোটগল্পে রয়েছে দারুণ গতিশীলতা, চিত্রকল্পের সুন্দর বিন্যাস। একই সঙ্গে তিনি শিশুসাহিত্যেও সাবলীল। উপন্যাস রচনায়ও জীবনঘনিষ্ঠ। তা ছাড়া তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেলী সেনগুপ্তা,সমতটের কাগজ,সাহিত্য সম্মাননা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close